
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্তমান তরুণ প্রজন্ম ‘পিকচার পারফেক্ট’ ধারনায় বিশ্বাসী। চুল, ত্বক থেকে পোশাকআশাক, সব কিছুই হতে হবে নিখুঁত। ফলে রাতারাতি ম্যাজিকের মতো ফল দেওয়ার প্রতিশ্রুতিতে বাজার ছেয়ে গিয়েছে নিত্যনতুন পণ্যে। অ্যান্টিএজিং ক্রিমও ব্যতিক্রমী নয়। বিভিন্ন প্রসাধনী সংস্থার সবচেয়ে জনপ্রিয় দাবিগুলির মধ্যে একটি হল তাদের অ্যান্টিএজিং ক্রিম এক রাতে ত্বকে বলিরেখা, সূক্ষ্ম রেখা এবং বার্ধক্যের অন্যান্য লক্ষণ কমিয়ে দিতে পারে। কিন্তু সত্যি কি অ্যান্টিএজিং ক্রিম মাত্র কয়েক ঘন্টায় বয়সের কাঁটা ঘুরিয়ে দিতে পারে?
বয়স বাড়লে সবার প্রথম প্রভাব পড়ে ত্বকে। হাত-মুখের চামড়া কুঁচকে যায়। ত্বক হয়ে ওঠে শুষ্ক, খসখসে, দেখা যায় অজস্র বলিরেখা। আর বয়সজনিত এই সব লক্ষণ প্রতিরোধে অনেকেই অ্যান্টিএজিং ক্রিম ব্যবহার করেন। এক্ষেত্রে অ্যান্টিএজিং ক্রিম ঠিক কীভাবে কাজ করে? ঘুমের সময় ত্বক একটি প্রাকৃতিক মেরামত এবং পুনর্নবীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এই সময়ে সবচেয়ে বেশি কোষের পরিবর্তন হয়, ত্বকে বেশি রক্ত প্রবাহ হয়। যা অতিবেগুনী রশ্মি, দূষণ এবং অন্যান্য পরিবেশগত কারণে ত্বকের যে ক্ষতি হয় তা মেরামত করতে সাহায্য করে। অ্যান্টিএজিং ক্রিমে ত্বক মেরামত করতে পারে এমন বেশ কয়েকটি উপাদান রয়েছে। যেমন
রেটিনল: অ্যান্টিএজিং ক্রিমে ভিটামিন এ যৌগ থাকে, যা রেটিনল নামে পরিচিত। এই রেটিনল ত্বকের অকাল বার্ধক্য এবং বলিরেখা দূর করতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্য ত্বকের ভেঙে যাওয়া কোষকে মেরামত করে।
আলফা হাইড্রক্সি অ্যাসিড: অ্যান্টি-এজিং ক্রিমের অন্যতম প্রধান উপাদান আলফা হাইড্রক্সি অ্যাসিড। এটে ত্বকের পৃষ্ঠ থেকে মৃত কোষগুলিকে বার করে। ফলে ত্বকের কোমলতা বাড়ে। একই সঙ্গে বলিরেখা রোধ করতেও কার্যকরী।
ভিটামিন ই: সমস্ত রকম ত্বকের পরিচর্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ভিটামিন ই। এটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে মসৃণ করে তোলে। ফলে বার্ধ্যকের সঙ্গে লড়াইয়ে এটি আবশ্যিক উপাদান। যে কোনও অ্যান্টি এজিং ক্রিমে ভিটামিন ই আছে কিনা তা কেনার আগে দেখে নিতে ভুলবেন না।
পেপটাইড- ত্বকের জন্য অপরিহার্য কোলাজেন এবং ইলাস্টিন উৎপাদন বৃদ্ধি করে পেপটাইড। এটি বয়স ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতে সাহায্য করে।
নিয়াসিনামাইড (ভিটামিন বি৩) - প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত নিয়াসিনামাইড ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে, লালভাব কমায় এবং উজ্জ্বলতা বাড়ায়।
অ্যান্টিঅক্সিডেন্ট (ভিটামিন সি, ই এবং গ্রিন টি এক্সট্র্যাক্ট) - এগুলি অকাল বার্ধক্য সৃষ্টিকারী ফ্রি র্যাডিকেলগুলির বিরুদ্ধে লড়াই করে এবং ত্বককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।
বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর আগে অ্যান্টিএজিং ক্রিম মাখলে এটির বিভিন্ন সক্রিয় উপাদান ত্বকের গভীরে প্রবেশ করে খুব ভালভাবে কাজ করে ঠিকই। কিন্তু রাতারাতি নয়, বেশ অনেক দিন ব্যবহার করলেই ফল পাওয়া যায়।
বিশ্বজুড়ে কেন বাড়ছে কোরিয়ান প্রসাধনীর জনপ্রিয়তা? জানেন কোরিয়ানদের কাচের মতো স্বচ্ছ ত্বকের রহস্য কী?
আর এপাশ-ওপাশ নয়, এবার রাতে শুলেই জাপটে ধরবে ঘুম! শুধু দুটি নিয়মেই কুপোকাত হবে অনিদ্রার সমস্যা
মুখই বলে দিতে পারে শরীর কেমন আছে! কোন রোগের কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?
বাড়িতে বানানো স্যান্ডউইচ দোকানের মতো হয় না? শুধু ৫ টিপস মানলেই পাবেন 'পারফেক্ট' স্যান্ডউইচের স্বাদ
৮৯ তে সুইমিং পুলে ব্যায়াম করেন ধর্মেন্দ্র! জানেন জলক্রিয়া বয়স্কদের জন্য কতটা উপকারী?
ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ
মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?
বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?
কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?
দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের
বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি
রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ
বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল
আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না
নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক